জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

আজকে আমরা জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করবো । যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ১ জ্যোতির্পদার্থবিজ্ঞান এর অন্তর্ভুক্ত।

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

বহুনির্বাচনী প্রশ্ন :

১। সূর্য কি ধরনের নক্ষত্র?

(ক) বামন নক্ষত্র

(খ) শ্বেত বামন নক্ষত্ৰ

(গ) দানব নক্ষত্র

(ঘ) অতি দানব নক্ষত্র

২। প্রোটিন ও নিউট্রন কি দ্বারা গঠিত?

(ক) কর্ক

(খ) ডাউন

(গ) কোয়ার্ক

(ঘ) আপ

৩। কোয়াসার থেকে কী নির্গত হয়?

(ক) গামা রশ্মি

(খ) এক্সরে

(গ) অতি বেগুনী রশ্মি

(ঘ) বেতার তরঙ্গ

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৪। মহাবিশ্বের চূড়াড় পরিণতি প্রধানত নির্ভর করে

(i) মহাবিশ্বের জ্যামিতিক আকৃতি

(ii) অদৃশ্য শক্তি

(iii) অদৃশ্য বস্তু

নিচের কোনটি সঠিক

(ক) i, ii ও iii

(খ) i ও ii

(গ) i ও iii

(ঘ) ii ও iii

৫। নক্ষত্রের জ্বালানী পুড়ে শেষ হলে অবশিষ্ট হিসেবে থাকতে পারে –

(i) শ্বেতবামন

(ii) নিউট্রন স্টার

(iii) কৃষ্ণগহ্বর

নিচের কোনটি সত্য?

(ক) i

(খ) i ও ii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

 

৬। লেপটন কণার স্পিন-

(ক) 1

(খ) 3/2

(গ) 1/2

(ঘ) 0

৭। দুর্বল নিউক্লীয় বল সৃষ্টি হয়-

(ক) বিটা ক্ষয়ের জন্য

(খ) প্রোটন ক্ষয়ের জন্য

(গ) গামা ক্ষয়ের জন্য

(ঘ) নিউট্রন ক্ষয়ের জন্য

৮। হাবল এর সূত্র অনুসারে ছায়াপথগুলোর অপসরণ বেগ দূরত্বের-

(ক) ব্যানুপাতিক

(খ) বর্গের ব্যানুপাতিক

(গ) সমানুপাতিক

(ঘ) বর্গের সমানুপাতিক

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

 

সৃজনশীল প্রশ্ন

১। জ্যেতির্বিজ্ঞানী লেমাইটারের মতে ‘মহাবিশ্ব সৃষ্টির শুর“তে বিশ্বের বস্তু এবং শক্তি উভয়ই একটি বিশাল ভরে কেন্দ্রীভূত ছিল । যার নাম তিনি দিলেন ‘কসমিক এগ’। মহাবিস্ফোরণে (বিগব্যাং) এটি ফেটে চৌচির হয়ে যায়।

(ক) পালসার কী?

(খ) নিউট্রন স্টারকে পালসার বলা হয়- ব্যাখ্যা কর ।

(গ) উদ্দিপকের আলোকে মহাবিস্ফোরণ তত্ত্ব ব্যাখ্যা কর ।

(ঘ) পদার্থ সৃষ্টি ও বিকরণ শক্তির বিবর্তনের ধারা বয়ে মহাবিশ্ব বর্তমানের এই অবস্থায় বিরাজ করছে। – উদ্দীপকের ধারণা থেকে উক্তিটি বিশেষণ কর ।

২। রেডিও টেলিস্কোপ ও গামা রে টেলিস্কোপ প্রত্যেকটির কাজ ভিন্ন ধরনের। একটির জন্য এন্টেনা ও গ্রাহকযন্ত্র এবং অপরটির জন্য ডিটেকটর ব্যবহৃত হয়।

(ক) মহাবিস্ফোরণ কাকে বলে?

(খ) কৃত্রিম উপগ্রহের মূলনীতি কী?

(গ) উদ্দীপকে বর্ণিত দুটি টেলিস্কোপের মধ্যে পার্থক্য দেখাও।

(ঘ) রেডিও টেলিস্কোপ দ্বারা কীভাবে বেতার তরঙ্গ শনাক্ত করা যায় আলোচনা কর।

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

 

 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :

১। গ্যালাক্সি কী?

২। মহাবিস্ফোরণ কী?

৩। অদৃশ্য বস্তু কী?

৪। সমতল মহাবিশ্ব কাকে বলে?

৫। বিগ রিপ বলতে কী বোঝ?

৬। শ্বেত বামন কী?

৭। নিউট্রন তারকার কাকে বলে?

৮। কৃষ্ণবিবর কাকে বলে?

৯। মহাসংকোচন বলতে কী বোঝ?

১০। ফার্মিওন ও বোসন কণা বলতে কী বোঝ?

১১। কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা দাও ।

 

জ্যোতির্পদার্থবিজ্ঞান এর মূল্যায়ন

 

বিশদ উত্তর প্রশ্ন :

১। মহাবিশ্ব সৃষ্টির রহস্য ব্যাখ্যা কর।

২। পদার্থবিজ্ঞানের আলোকে মহাবিশ্বের চূড়া পরিণতি ব্যাখ্যা কর।

৩। বিগ ব্যাংগ তত্ত্ব বর্ণনা কর।

৪। রেডিও টেলিস্কোপের গঠন ও কার্যবলী বর্ণনা কর।

৫। কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা নির্ণয় করা ।

গাণিতিক সমস্যাবলি:

১। সূর্যের ভর 1.99×1030 kg। একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ। এটি কৃষ্ণ বিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্ত্ে র ব্যাসার্ধ কত হবে?

[উত্তর : 17.70 km]

২। একটি নক্ষত্রের ভর 5 সৌর ভরের সমান। নক্ষত্রটির সোয়ার্ডস্কাইল্ড ব্যাসার্ধ কত হলে এটি কৃষ্ণ গহবরে পরিণত হবে? [ সূর্যের ভর, M = 2 × 1030 kgl

[উত্তর : 14.8 km ]

৩। দুটি কৃষ্ণবিবরের ঘটনা-দিগন্ত্রে ব্যাসার্ধের অনুপাত 2.25 : 1। প্রথমটির ভর সূর্যের ভরের 5 গুণ হলে দ্বিতীয়টির ভর নির্ণয় কর।

[উত্তর : 4.44 ×1030 kg]

আরও দেখুনঃ

Leave a Comment