আজকে আমরা আলোচনা করবো সমন্বিত বর্তনী ব্যবহার করে OR, AND, NOT গেট বর্তনীর ক্রার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই । যা বাউবি এইচএসসি ২৮৭১ পদার্থ বিজ্ঞান ২য় পত্র ইউনিট ১০ ইলেকট্রনিক্স এর অন্তর্ভুক্ত।
সমন্বিত বর্তনী ব্যবহার করে OR, AND, NOT গেট বর্তনীর ক্রার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই
সমন্বিত বর্তনী ব্যবহার করে OR গেট বর্তনীর কার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই
তত্ত্ব :
লজিক গেট হলো বিশেষ ধরনের ইলেকট্রনিক বর্তনী যার দ্বারা বুলিয়ান অ্যালজাবরা বাস্তবায়ন করা যায়। এর এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। যে লজিকগেট এর দুই বা দুই এর অধিক ইনপুট কিন্তু একটি মাত্র আউটপুট থাকে এবং এর যে কোনো একটি ইনপুট উচ্চ বিভব হলেই আউটপুট উচ্চ বিভব হয়, তাছাড়া অন্য ক্ষেত্রে আউটপুট বিভব নিম্ন হয় তাকে OR গেট বলে। OR গেটের ইনপুট A এবং B হলো, আউটপুট,
Y=A+B
উদ্দেশ্য :
OR গেটের কার্যক্রম সমন্বিত বর্তনী ব্যবহার করে যাচাই করণ।

যন্ত্রপাতি :
(১) ডিজিটাল ট্রেইনার বোর্ড
(২) IC (7432 )
(৩) LED বাতি
(৪) সুইচ
(৫) সংযোগ তার
বর্তনী সংযোগ :
চিত্র অনুসারে IC (7432) এর বর্তনী সংযোগ দেখানো হলো ।
লজিক অবস্থান : ‘0’ = ov
‘I’ = +5V
কাজের ধারা :
(১) 7432 আইসি চিত্র ১০.৩২ এর ন্যায় ট্রেইনার বোর্ডে বসাতে হবে।
(২) IC এর 1 ও 2 নম্বর পিন ইনপুট A ও B এর সাথে এবং 3 নম্বর পিন আউটপুটের সাথে সংযুক্ত থাকে। IC এর 7 নম্বর পিন ভূমির সাথে এবং 14 নম্বর পিন +5V এর সাথে সংযোগ দিতে হবে। 3 নং পিন ট্রেইনার বোর্ডে LED বা ভোল্টমিটারের সাথে সংযোগ দিতে হবে।
(৩) এখন ইনপুট A ও B কে যথাক্রমে a ও c এর সাথে স্পর্শ করিয়ে ইনপুট দুটিতে শুন্য বিভব প্রয়োগ করা হয়।
এক্ষেত্রে লজিক অবস্থা হলো, A = 0, B = 0 এবং আউটপুট X = 0
(৪) এখন ইনপুট A ও B কে যথাক্রমে a ও d বা b ও c এর সাথে স্পর্শ করিয়ে ইনপুট দুটিকে যথাক্রমে শূন্য বিভব এবং উচ্চ বিভব বা উচ্চ বিভব ও শূন্য বিভব প্রয়োগ করা হয়। দেখা যায় যে, উভয় ক্ষেত্রে LED জ্বলছে। এক্ষেত্রে
লজিক অবস্থা হলো, A= 0, B=1 এবং
X= 1 অথবা A= 1, B=0 এবং X=1।
(৫) এবার A ও B কে যথাক্রমে b ও d এর সাথে স্পর্শ করিয়ে উভয় ইনপুটে উচ্চ বিভব প্রয়োগ করা হয়। দেখা যায় যে, এ অবস্থায়ও LED জ্বলছে। এক্ষেত্রে লজিক অবস্থা হবে, A = 1, B=1 এবং X=1।
পর্যবেক্ষণ ঃ
পরীক্ষার পর্যবেক্ষণ ও সত্যক সারণি উপস্থাপন করা হলো (ছক-১, ছক-২)।
OR গেটের কার্যক্রম
ট্রুথ টেবিল
ফলাফল :
OR গেটের কার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই করা হলো।
সতর্কতা :
১। ট্রেইনার বোর্ডে সকল সংযোগ দৃঢ়ভাবে দিতে হবে।
২। 14 নম্বর পিন ট্রেইনার বোর্ডে +5V এর সাথে যুক্ত করতে হবে।
৩। খেয়াল রাখতে হবে যেন IC এর পিন বেঁকে বা ভেঙ্গে না যায় ।
সমন্বিত বর্তনী ব্যবহার করে AND গেট বর্তনীর কার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই
তত্ত্ব :
লজিক গেট হলো এক বিশেষ ধরণের ইলেকট্রনিক বর্তনী যার দ্বারা বুলিয়ান অ্যালজাবরা বাড়ায়ন করা যায়। যে লজিক গেটে দুই বা তথোধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে এবং এর দুই ইনপুটে যখন উচ্চ বিভব থাকে, তখন আউটপুটে উচ্চ বিভব থাকবে। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে আউটপুট বিভব নিম্ন হবে তাকে AND গেট বলে। AND গেটের ইনপুট A এবং B হলো আউটপুট,
X = A.B
যন্ত্রপাতি :
(১) ডিজিটাল ট্রেইনার বোর্ড
(২) IC (7408)
(৩) LED বাতি
(৪) সুইচ
(৫) সংযোগ তার
বর্তনী সংযোগ :
AND গেটের আইসি (7408) সংযোগ চিত্রে দেখানো হলো ।
লজিক অবস্থান : ‘0’ = OV
‘I’ = 5V
কাজের ধারা :
(১) 7408 আইসি (১০.৩৩) চিত্রের ন্যায় ট্রেইনার বোর্ডে বসাতে হবে।
(২) IC এর 1 ও 2 নম্বর পিন ইনপুট A ও B এর সাথে এবং 3 নম্বর পিন আউটপুটের সাথে সংযুক্ত করতে হবে IC এর 7 নম্বর পিন ভূমির সাথে এবং 14 নম্বর পিন +5V এর সাথে সংযোগ দিতে হবে। 3 নম্বর পিন ট্রেইনার বোর্ডে LED বা ভোল্টমিটারের সাথে সংযোগ দিতে হবে।
(৩) ট্রেইনার বোর্ডে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে।
(৪) আইসি-তে চার সেট ইনপুট ( A, B) এবং চারটি আউটপুট (X) আছে। সুইচ এর অবস্থার পরিবর্তন করে অর্থাৎ অফ-অন করে প্রতি সেটের জন্য আউটপুট বা LED এর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে।
পর্যবেক্ষণ ঃ
পরীক্ষার পর্যবেক্ষণ ও সত্যক সারণি নিচে উপস্থাপন করা হলো।
AND গেটের কার্যক্রম
ট্রুথ টেবিল
ফলাফল :
AND গেট বর্তনীর কার্যক্রম যাচাই করা হলো।
সতর্কতা :
১। ট্রেইনার বোর্ডে সকল সংযোগ দৃঢ়ভাবে দিতে হবে।
২। 14 নম্বর পিন ট্রেইনার বোর্ডে +5V এর সাথে যুক্ত করতে হবে।
৩। খেয়াল রাখতে হবে যেন IC এর পিন বেঁকে বা ভেঙ্গে না যায় ।
সমন্বিত বর্তনী ব্যবহার করে NOT গেট বর্তনীর কার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই ৷
তত্ত্ব :
লজিক গেট হলো এক বিশেষ ধরণের ইলেকট্রনিক বর্তনী যার দ্বারা বুলিয়ান অ্যালজাবরা বাড়ায়ন করা যায়। যে লজিক গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুটে নিম্ন বিভব প্রয়োগ করলে আউটপুটে উচ্চ বিভব এবং ইনপুটে উচ্চ বিভব প্রয়োগ করলে আউটপুটে নিম্ন বিভব পাওয়া যায় তাকে NOT গেট বলে। NOT গেটের ইনপুট A এবং আউটপুট X হলে,
X=A
যন্ত্রপাতি :
(১) ডিজিটাল ট্রেইনার বোর্ড
(২) IC (7404)
(৩) LED বাতি
(৪) সুইচ
(৫) সংযোগ তার
বর্তনী সংযোগ :
AND গেটের আইসি (7408) সংযোগ চিত্রে দেখানো হলো।
লজিক অবস্থান : ‘0’ = OV
‘I’ = +5V
কাজের ধারা :
(১) 7404 আইসি চিত্র ১০.৩৪ এর ন্যায় ট্রেইনার বোর্ডে বসাতে হবে।
(২) IC এর 7 নম্বর পিন ভূমির সাথে এবং 14 নম্বর পিন +5V পাওয়ার সাপণ্ডাইয়ের সাথে সংযুক্ত করা হয়। IC এর 1 নম্বর পিন ইনপুট A এর সাথে এবং 2 নম্বর পিন আউটপুটের LED এর সাথে সংযুক্ত করা হয় ।
(৩) ইনপুট A কে ‘a’ বিন্দুতে স্পর্শ করিয়ে শূন্য বিভব প্রয়োগ করা হয়। দেখা যায় যে, আউটপুটের সাথে সংযুক্ত LED জ্বলে ওঠে। এক্ষেত্রে লজিক অবস্থা হলো : A= 0, X=1।
(৪) এবার ইনপুট A কে ‘b’ বিন্দুতে স্পর্শ করিয়ে +5V বিভব অর্থাৎ উচ্চ বিভব প্রয়োগ করা হলো। দেখা যায়, যে LED জ্বলে না । অর্থাৎ যখন, A= 1, X=O।
পর্যবেক্ষণ :
পরীক্ষার পর্যবেক্ষণ ও সত্যক সারণি উপস্থাপন করা হলো
NOT গেটের কার্যক্রম
ট্রুথ টেবিল
ফলাফল :
NOT গেট বর্তনীর কার্যক্রম (ট্রুথ টেবিল) যাচাই করা হলো ।
সতর্কতা :
১। OR গেট এর পরীক্ষায় অনুরূপ।
আরও দেখুনঃ